মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানী গুলশানের একটি হোটেল এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ শ্রেয়ান সি. ফিজারল্ড ও পলিটিক্যাল সেক্রেটারি ম্যাথিউ উপস্থিত ছিলেন।
রুমিন ফারহানা বলেন, ‘এটি ছিল একটি রুটিন বৈঠক। যেহেতু আমি বিএনপির ফরেন উইংয়ের সঙ্গে যুক্ত, সেই কারণে মাঝে মধ্যে ঢাকার বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়।’