ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

হাতিয়ায় ঘূর্ণিঝড়ে ৩০০ঘর বিধ্বস্ত, ফসলের ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গাছ পড়ে প্রায় ৩০০টি পরিবাররের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে ঘরবাড়ি ভেঙে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। গাছ উপড়ে পড়ায় উপজেলায় প্রায় ১২ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া উপজেলার প্রায় সকল এলাকায়ই ধানক্ষেত এবং সবজির ব্যাপকক্ষতির খবর পাওয়া গেছে।
 শনিবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী।
 সুরাইয়া আক্তার লাকী বলেন সব ইউনিয়নের  মধ্যে দুর্যোগকবলিত ইউনিয়ন সংখ্যা ১১টি। হাতিয়া উপজেলায় মোট ৩০০টি  ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তার মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ২০০টি বাড়ি এবং সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ১০০ টি বাড়ি। তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
জানা গেছে, শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে হাতিয়া  উপকূল জুড়ে তাণ্ডব চালায় ঘুর্ণিঝড় মিধিলি। এতে সবচেয়ে বেশিসংখ্যক ঘর বিধ্বস্ত হয়েছে হাতিয়া উপজেলা নিঝুম দ্বীপ  ইউনিয়নে । এছাড়া হাতিয়া উপজেলার  সহস্রাধিক গাছপালা উপড়ে পড়েছে, ক্ষতি হয়েছে বিস্তীর্ণ ফসলের খেতের। ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে  দ্বীপ উপজেলা হাতিয়া। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে রয়েছে মানুষ।
বৃষ্টিতে হাতিয়ার  আমন ধান ও সবজির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। হাতিয়ায় প্রায় ৮০ শতাংশ আমন ধান পেকেছে। ভারি বৃষ্টি ও বাতাসে বিপাকে পড়েছেন সেখানকার আমন ও শীতকালীন সবজিচাষীরা। বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় এসব বীজ থেকে গাছ না ওঠার আশঙ্কা রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

হাতিয়ায় ঘূর্ণিঝড়ে ৩০০ঘর বিধ্বস্ত, ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট টাইম : ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গাছ পড়ে প্রায় ৩০০টি পরিবাররের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে ঘরবাড়ি ভেঙে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। গাছ উপড়ে পড়ায় উপজেলায় প্রায় ১২ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া উপজেলার প্রায় সকল এলাকায়ই ধানক্ষেত এবং সবজির ব্যাপকক্ষতির খবর পাওয়া গেছে।
 শনিবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী।
 সুরাইয়া আক্তার লাকী বলেন সব ইউনিয়নের  মধ্যে দুর্যোগকবলিত ইউনিয়ন সংখ্যা ১১টি। হাতিয়া উপজেলায় মোট ৩০০টি  ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তার মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ২০০টি বাড়ি এবং সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ১০০ টি বাড়ি। তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
জানা গেছে, শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে হাতিয়া  উপকূল জুড়ে তাণ্ডব চালায় ঘুর্ণিঝড় মিধিলি। এতে সবচেয়ে বেশিসংখ্যক ঘর বিধ্বস্ত হয়েছে হাতিয়া উপজেলা নিঝুম দ্বীপ  ইউনিয়নে । এছাড়া হাতিয়া উপজেলার  সহস্রাধিক গাছপালা উপড়ে পড়েছে, ক্ষতি হয়েছে বিস্তীর্ণ ফসলের খেতের। ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে  দ্বীপ উপজেলা হাতিয়া। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে রয়েছে মানুষ।
বৃষ্টিতে হাতিয়ার  আমন ধান ও সবজির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। হাতিয়ায় প্রায় ৮০ শতাংশ আমন ধান পেকেছে। ভারি বৃষ্টি ও বাতাসে বিপাকে পড়েছেন সেখানকার আমন ও শীতকালীন সবজিচাষীরা। বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় এসব বীজ থেকে গাছ না ওঠার আশঙ্কা রয়েছে।

প্রিন্ট