চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মোঃ রবিউল ইসলাম (২৫) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৩ অক্টোবর ) দুপুর সারে ১১ টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়ানের বড় বঙ্গেস্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু রবিউল ইসলাম একই গ্রামের মৃত রইসুদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও এলাকাবাসী জানান, মৃত মোঃ রবিউল ইসলাম পেশায় একজন কৃষক ছিলেন। এবং দীর্ঘিদিন যাবত মানুসিক রোগে ভুগছিলেন। মানুসিক অসুস্থতা থেকেই সে আত্মহত্যা করছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, রবিবার রাতে যে কোন সময় পার্শ্ববর্তী শরীফ মিয়ার আম বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোমবার সকাল সারে ১১ টার দিকে এলাকাবাসী আম বাগানে তার ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । তবে এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রিন্ট