ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদলের সব নেতাকর্মীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিএনপি-জামাতের হরতাল-অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
ছাত্রদলের নেতাকর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করে সমাবেশে ছাত্রলীগ সম্পাদক বলেন, আমরা লক্ষ্য করলাম, কয়েকদিন আগে রাতের আঁধারে এসে একটা ভাড়াটিয়া গুণ্ডা দিয়ে ছাত্রদলের নাম দিয়ে সর্বাত্মক অবরোধ লিখে তিন ফুটের একটি ব্যানার তারা প্রশাসন ভবনের পেছনের গেটে লাগিয়ে যায়। আপনারা যদি ছাত্র হয়ে থাকেন, ছাত্র রাজনীতি করে থাকেন তাহলে রাতের আঁধারে না এসে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে আসুন। রাজপথে আপনাদের মোকাবিলা করবো।
তিনি আরও বলেন, ক্যাম্পাসের আশপাশে কোথাও যদি কোনো ছাত্রদল, ছাত্রশিবির এবং স্বাধীনতাবিরোধী শক্তিদের দেখা যায়, তাহলে তাদের দাঁত ভাঙা নয় পিঠ ভাঙা জবাব দেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ-সভাপতি তন্ময় শাহা টনি, মামুনুর রশীদ, বনি আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারসহ বিভিন্ন অনুষদ ও হল ইউনিটের শতাধিক নেতাকর্মী।
এর আগে দুপুর পৌনে ১২টায় সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে দলীয় টেন্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় টেন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রিন্ট