বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নের প্রচারের কথা তুলে ধরতে ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেছেন ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত সিকদার।
বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী মধুখালি উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকরাইল বাজার, নওপাড়া ইউনিয়নের নওপাড়া বাজার ও বাগাট ইউনিয়নের সিতারামপুর দাস পাড়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষের সঙ্গে উঠান বৈঠক ও মত বিনিময় করেন।
এই সময় কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্যা, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায়, বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান খান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল হাসেম মন্টু মাস্টার, সাবেক ছাত্রলীগ নেতা শাহরিয়া রুমি রনি, মধুখালি পৌরসভার কাউন্সিলর তৌফিক শরাফী সেতু, সানজিত হাসনাত সৌরভ ও আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় সাবেক লিয়াকত সিকদার বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন যাকেই দিক, আমরা তার পক্ষে কাজ করবো।
আওয়ামী সরকারের বিগত বছরের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আগামী দিনেও এর ধারাবাহিকতায় রক্ষায় সবার কাছে নৌকার সমর্থন চান লিয়াকত সিকদার।
- আরও পড়ুনঃ নৌকায় ভোট চেয়ে লিয়াকত সিকদারের উঠান বৈঠক
শেখ হাসিনার নেতৃত্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে উল্লেখ করে লিয়াকত সিকদার বলেন, ‘বিএনপি দেশকে জঙ্গিবাদ রাষ্ট্র তৈরি করেছিল। বিশ্বের দরবারে এ দেশকে জঙ্গিবাদ হিসেবে পরিচিত করে পিছিয়ে দিয়েছিল। তারা বাঙালির ইতিহাসকে নষ্ট করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্ব দরবারে মডেল হিসেবে পরিণত করেছেন। দেশের উন্নয়নের জন্য নৌকায় ভোট দিতে হবে। কেউ আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে চাইলে আমরাও রাজপথে থাকবো।
প্রিন্ট