ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo হাতিয়ার দিঘীতে মিললো এক মণ ওজনের কোরাল মাছ, ৪০ হাজারে বিক্রি ! Logo পদ্মা নদী থেকে ১৯ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার Logo প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‌ছাত্রলীগের কর্মসূচি পালিত Logo ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‌ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন Logo সদরপুরে পাটের ফলন ভাল হওয়ায় ক্ষেত পরিচর্যা করছে কৃষকেরা Logo তানোরে রাস্তায় নিম্নমানের বিটুমিন ও ইটের খোয়া ব্যবহারের অভিযোগ Logo দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ Logo শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক হোসেনউদ্দীন হোসেনের জীবন সংকটাপন্ন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আলফাডাঙ্গায় স্ত্রীকে উত্তক্ত্য করার প্রতিবাদ করায় স্বামীকে মারধর

- ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্ত্রীকে উত্তক্ত্য করার প্রতিবাদ করায় ইন্দ্রজিৎ মন্ডল (৩৩) নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার লোকাল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের সেতুর সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজন বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে লিখিত অভিযোগ দিয়েছেন আহত ইন্দ্রজিৎ মন্ডল। সুজন বিশ্বাস উপজেলার বানা ইউনিয়নের আউশেরহাট গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে।

 

সুজন কয়েক বছর ভারতে গিয়ে বসবাস করছে।

 

লিখিত অভিযোগ থেকে জানা যায়, সুজন বিশ্বাস ভারতে থাকিয়া দীর্ঘদিন ধরে ইন্দ্রজিৎ মন্ডলের স্ত্রীকে মোবাইল ফোনে উত্তক্ত্য করে আসচ্ছে। ইন্দ্রজিৎ মন্ডল ফোনের মাধ্যমে স্ত্রীকে উত্তক্ত্য করতে নিষেধ করেল সুজন বিশ্বাস ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন।

 

বৃহস্পতিবার বিকেলে ইন্দ্রজিত মন্ডল পাশ্ববর্তী উপজেলার সহস্রাইল বাজার থেকে ফেরার পথে লোকাল স্ট্যান্ডের সেতুর কাছে পৌঁছালে সুজন মন্ডল অজ্ঞাত ২-৩ জন লোকজন নিয়ে ইন্দ্রজিৎকে গতিরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। আহত ইন্দ্রজিৎ মন্ডলকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই দিন রাতে ইন্দ্রজিত আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন।

 

 

উত্তক্ত্য করার বিষয়টি অস্বীকার করে সুজম বিশ্বাস বলেন, ইন্দ্রজিত মন্ডল সম্পর্কে আমার মামা হয়। তাদের সাথে পূর্ব শত্রুতা রয়েছে। আমি ভারত থেকে সহস্রাইল মামা বাড়ি বেড়াতে এসেছিলাম। ইন্দ্রজিৎ মামা সেখানে গিয়ে আমার সাথে গোন্ডগোল করেছে।

 

ওসি মোহম্মদ আবু তাহের লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!

আলফাডাঙ্গায় স্ত্রীকে উত্তক্ত্য করার প্রতিবাদ করায় স্বামীকে মারধর

আপডেট টাইম : ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্ত্রীকে উত্তক্ত্য করার প্রতিবাদ করায় ইন্দ্রজিৎ মন্ডল (৩৩) নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার লোকাল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের সেতুর সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজন বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে লিখিত অভিযোগ দিয়েছেন আহত ইন্দ্রজিৎ মন্ডল। সুজন বিশ্বাস উপজেলার বানা ইউনিয়নের আউশেরহাট গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে।

 

সুজন কয়েক বছর ভারতে গিয়ে বসবাস করছে।

 

লিখিত অভিযোগ থেকে জানা যায়, সুজন বিশ্বাস ভারতে থাকিয়া দীর্ঘদিন ধরে ইন্দ্রজিৎ মন্ডলের স্ত্রীকে মোবাইল ফোনে উত্তক্ত্য করে আসচ্ছে। ইন্দ্রজিৎ মন্ডল ফোনের মাধ্যমে স্ত্রীকে উত্তক্ত্য করতে নিষেধ করেল সুজন বিশ্বাস ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন।

 

বৃহস্পতিবার বিকেলে ইন্দ্রজিত মন্ডল পাশ্ববর্তী উপজেলার সহস্রাইল বাজার থেকে ফেরার পথে লোকাল স্ট্যান্ডের সেতুর কাছে পৌঁছালে সুজন মন্ডল অজ্ঞাত ২-৩ জন লোকজন নিয়ে ইন্দ্রজিৎকে গতিরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। আহত ইন্দ্রজিৎ মন্ডলকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই দিন রাতে ইন্দ্রজিত আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন।

 

 

উত্তক্ত্য করার বিষয়টি অস্বীকার করে সুজম বিশ্বাস বলেন, ইন্দ্রজিত মন্ডল সম্পর্কে আমার মামা হয়। তাদের সাথে পূর্ব শত্রুতা রয়েছে। আমি ভারত থেকে সহস্রাইল মামা বাড়ি বেড়াতে এসেছিলাম। ইন্দ্রজিৎ মামা সেখানে গিয়ে আমার সাথে গোন্ডগোল করেছে।

 

ওসি মোহম্মদ আবু তাহের লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।