ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্ত্রীকে উত্তক্ত্য করার প্রতিবাদ করায় ইন্দ্রজিৎ মন্ডল (৩৩) নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার লোকাল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের সেতুর সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজন বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে লিখিত অভিযোগ দিয়েছেন আহত ইন্দ্রজিৎ মন্ডল। সুজন বিশ্বাস উপজেলার বানা ইউনিয়নের আউশেরহাট গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে।
সুজন কয়েক বছর ভারতে গিয়ে বসবাস করছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, সুজন বিশ্বাস ভারতে থাকিয়া দীর্ঘদিন ধরে ইন্দ্রজিৎ মন্ডলের স্ত্রীকে মোবাইল ফোনে উত্তক্ত্য করে আসচ্ছে। ইন্দ্রজিৎ মন্ডল ফোনের মাধ্যমে স্ত্রীকে উত্তক্ত্য করতে নিষেধ করেল সুজন বিশ্বাস ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন।
বৃহস্পতিবার বিকেলে ইন্দ্রজিত মন্ডল পাশ্ববর্তী উপজেলার সহস্রাইল বাজার থেকে ফেরার পথে লোকাল স্ট্যান্ডের সেতুর কাছে পৌঁছালে সুজন মন্ডল অজ্ঞাত ২-৩ জন লোকজন নিয়ে ইন্দ্রজিৎকে গতিরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। আহত ইন্দ্রজিৎ মন্ডলকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই দিন রাতে ইন্দ্রজিত আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন।
- আরও পড়ুনঃ নৌকায় ভোট চেয়ে লিয়াকত সিকদারের উঠান বৈঠক
উত্তক্ত্য করার বিষয়টি অস্বীকার করে সুজম বিশ্বাস বলেন, ইন্দ্রজিত মন্ডল সম্পর্কে আমার মামা হয়। তাদের সাথে পূর্ব শত্রুতা রয়েছে। আমি ভারত থেকে সহস্রাইল মামা বাড়ি বেড়াতে এসেছিলাম। ইন্দ্রজিৎ মামা সেখানে গিয়ে আমার সাথে গোন্ডগোল করেছে।
ওসি মোহম্মদ আবু তাহের লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
প্রিন্ট