আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১২শত দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে চেয়ারম্যান বাড়ির আঙ্গিনায় বৃক্ষ রোপন করেন এ নেতা।
শুক্রবার (১০ নভেম্বর ) সকাল ১০টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় ফরিদপুরের নিউ জননী ডি ল্যাব ক্লিনিকের সহযোগীতায় এ মেডিকেল ক্যাম্প হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মোল্লা,দপ্তর সম্পাদক হরিদাস, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কোদালিয়া শহীদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা যুব মহিলালীগের সভাপতি রিক্তা আক্তারসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ফিজিওথেরাপি সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হবে। এখানে ফ্রি ভাবে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
- আরও পড়ুনঃ নৌকায় ভোট চেয়ে লিয়াকত সিকদারের উঠান বৈঠক
ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, এলাকার সাধারণ জনগনের কথা চিন্তা করে এ ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। গ্রামের মানুষ উন্নত চিকিৎসা নিতে পারে না এজন্য আমার এ উদ্যোগ। আওয়ামী লীগ সরকারের আমলেই চিকিৎসার মান উন্নয়ন হয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ফরিদপুর -২ আসনের জনগনের জন্য কাজ করে যাবো। তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে।
প্রিন্ট