নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় (৭ নভেম্বর) সকাল ১১টার ওসি মোহাম্মদ জিসান আহমেদের সাথে দৈনিক সময়ের প্রত্যাশা প্রতিনিধি মোঃ হানিফ উদ্দিন সাকিব,
দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: ইফতেখার হোসেন তুহিন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো: সাইফুল ইসলামের সাথে মতবিনিময়।
এসময় হাতিয়া থানার ওসি মোহাম্মদ জিসান আহমেদ বলেন,হাতিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, আপনাদের সহযোগীতা পেলে আরও ভালো থাকবে,পরে নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম (পিপিএম বার)এর সদ্য প্রকাশিত লিখা বই “জাগ্ৰত হোক বিবেকবোধ,,
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকা ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধির হাতে তুলে দেন এই তরুণ উদীয়মান ওসি।এসময় তিনি এই বইটি সম্পর্কে ও লেখকের ভূয়সি প্রশংসা করে বলেন, বইটি বর্তমান সময়ে বাংলাদেশের সকল মানুষের নিকটে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমান আমরা বিবেকবোধ হারিয়ে ফেলেছি আর এই বিবেকবোধ কে জাগ্ৰত করতে হলে প্রয়োজন এই ধরনের লেখকদের ভালো বই গুলো পড়া। আমার কাছে এই বইটি অনেক অনেক ভালো লেগেছে। “জাগ্ৰত হোক বিবেকবোধ,, বইটি বিশেষ করে প্রথমত সাংবাদিকদের পড়া উচিৎ বলে আমি মনে করছি কারণ সাংবাদিকরা হলেন জাতীর বিবেক, আর সংবাদ পত্র হলো জাতীর দর্পন। এছাড়াও সকল মানুষের উচিৎ বইটি পড়া কারণ বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয়নি, তাছাড়া মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন ইকরা, অর্থ হলো পড়।
পরিশেষে নির্বাচন কে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট