‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’, এই শ্লোগানকে সামনে রেখে শালিখা থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শালিখা থানা চত্বর থেকে বের হয়ে র্যালিটি সামনে মূল সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড শ্রী শ্যামল কুমার দে। সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন শালিখা থানা।
উপস্থাপনায় ছিলেন শ্রী মিলন কুমার ঘোষ (ওসি) তদন্ত শালিখা থানা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি সহ মোঃইলিয়াসুর রহমান সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ,মোঃমাকছুদুর রহমান (ডলার) সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ,মোঃবক্তিয়ার উদ্দিন লস্কার যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান বুনাগাতী ইউপি, মোঃকাসেম মিনা সাবেক সদস্য জেলা পরিষদ মাগুরা এবং মুক্তি যোদ্ধা কমান্ডার আবু বক্কার।
এসময় আরও উপস্থিত ছিলেন শালিখা হাজরাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃআবুল কাসেম, সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মী, থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশ,সাংবাদিকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বক্তৃতায় বিশেষ করে সমাজ থেকে মাদক,বাল্যবিবাহ, ইভটিজিং, নাশকতার মতো কর্মকান্ডের কোন ছাড় দেওয়া হবে না বলে তুলে ধরেন।
প্রিন্ট