দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠ থেকে বেলুন ও পায়রা উড়িয়ে শুভ সূচনা করা হয়। এরপর সম্মিলিতভাবে একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্স মাঠে এসে শেষ করেন। পরে পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজক সংস্থা ও অতিথিরা কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান।
এরপর সকাল ১১টা ১০ মিনিটে গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা’র সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মাহবুবুল আলম জেলা প্রশাসক (ডিসি) গোপালগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেব প্রসাদ পাল প্রধান বিভাগীয় কর্মকর্তা, এহসানুল হক নিবার্হী প্রকৌশলী এলজিইডি গোপালগঞ্জ, কামাল হোসেন (এডি) এনএসআই, লুৎফর রহমান বাচ্চু চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, আশরাফুল আলম শিমুল মেয়র মুকসুদপুর পৌরসভা, শাহনাজ রেজা এ্যানি অধ্যক্ষ শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কাবির মিয়া চেয়ারম্যান মুকসুদপুর উপজেলা পরিষদ, ফারহান কবীর সিফাত জেলা কালচারাল অফিসার গোপালগঞ্জ, বদরুদ্দোজা বদর সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আতিয়ার রহমান সাবেক মেয়র মুকসুদপুর পৌরসভা, খন্দকার এহিয়া খালেদ সভাপতি জেলা কমিউনিটি পুলিশিং কমিটি গোপালগঞ্জ ও কাশিয়ানী উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটি সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ।
এছাড়াও গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান সহ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ মোহাইমিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) গোপালগঞ্জ।
প্রিন্ট