“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জ সমবায় বিভাগ ও গোপালগঞ্জ সমবায় ইউনিয়ন লিঃ এর আয়োজনে গোপালগঞ্জে ৫২তম সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটের সময় জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পর বর্ণাঢ্য একটি শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় সমবায় ব্যাংক গোপালগঞ্জ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় এই দিবসটি উদর্যাপনের অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলার সমবায় কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক তালুকদার।
আলোচনা সভায় বক্তারা সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাহবুবুল আলম জেলা প্রশাসক (ডিসি) গোপালগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-বেলী আফিফা পুলিশ সুপার গোপালগঞ্জ, মহসিন উদ্দিন উপজেলা নিবার্হী অফিসার গোপালগঞ্জ সদর। এছাড়াও দিবসটিতে জেলা ও উপজেলার পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, জেলা-উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটেছিল।
প্রিন্ট