সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে মাগুরায় ৫২তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও গাভী পালন প্রকল্পের আবর্তক ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার ৪ নভেম্বর বেলা ১০ টার সময় মাগুরা জেলা সমবায় অফিসারের কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ও মাগুরা জেলা সমবায় অফিসার ফরিদুল ইসলাম উড্ডয়ন করেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালি সমবায় কার্যালয় হতে শহরের চৌরঙ্গী মোড় হয়ে নোমানী ময়দান বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে শেষ হয়। বেলা ১০.৩০ টার সময় মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জাতীয় সমবায় দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য মাগুরা জেলা সমবায় অফিসার ফরিদুল ইসলাম বলেন, এই উপমহাদেশে সমবায়ের যাত্রা শুরু ১৯০৪ সাল। ১৯০৪ সাল থেকে ২০২৩ সাল সময়ের বিস্তর ব্যবধান। এই সুদীর্ঘ পথ পরিক্রমায় নানাবিধ পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে মানুষের জীবন বোধে, পরিবর্তন এসেছে সমবায় ভাবনায়। এই পরিবর্তন পরিস্থিতিতে সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ শীর্ষক আলোচনা সময়ের দাবী। স্বাধীন বাংলাদেশে সমবায়ের অগ্রযাত্রা ৫২ বছরে পদার্পন করেছে।
এজন্য তিনি ধন্যবাদ জানান ইংল্যান্ডের রসডেল সোসাইটি এবং বাংলাদেশে সমবায়ের প্রতিষ্ঠাতা ডঃ আক্তার হামিদ খানকে এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর দুরদর্শিতার জন্যই বাংলাদেশের সংবিধানে ২য় অনুচ্ছেদের ১৩(খ) ধারায় সমবায় মালিকানার কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বাংলাদেশে মোট সমবায় সমিতির সংখ্যা প্রায় ১ লাখ ৯৭ হাজার, যার সদস্য সংখ্যা প্রায় ১ কোটির উপরে। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ছিল-সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়ন করা। এবিষয়ে তার অনেক ভাষনে তিনি সমবায়ের কথা বলেছেন। যেমন- একটি ভাষনে তিনি বলেছেন- মে গ্রামে বহুমুখী কো-অপারেটিভ করা হবে। অন্য একটি ভাষনে তিনি বলেছেন- ভাইয়েরা আমার, আসুন সমবায়ের যাদুস্পর্শে সুপ্ত গামী বাংলাকে জাগিয়ে তুলি। নব সৃষ্টির উদ্মাদনায় আর জীবনের জয়গানে তাকে মুখরিত করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য সমবায় বিভাগের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়নের উদ্দ্যেগ গ্রহণ করেছেন। সরকারের সুদৃষ্টি এবং যথাযথ পরিকল্পনা এবং পৃষ্ঠপোষকতা থাকলে উন্নত বাংলাদেশ – ২০৪১ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযানে সমবায় সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মাগুরা জেলায় ৮ টি সমবায় সমিতি নিবন্ধন হয়েছে, যা ২৩১ টি পরিবার সদস্য ভুক্ত এবং সমিতির সদস্য সংখ্যা ৩১৩ জন। গাভী পালন প্রকল্পে ৪ টি সমিতি আছে যার নারী সদস্য সংখ্যা ৪৯৯ জন, ঋণ বিতরণ করা হয়েছে ৯ কোটি ১৮ লাখ এবং আদায়ের হার শতকরা ৯০ ভাগ।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, মাগুরা জেলার সমবায় কার্যক্রমের একটি নিজস্ব ইতিহাস আছে। আছে নান্দনিক ঐতিহ্য। বৃটিশরা ২৫০ বছর পূর্বে আমাদের এই দেশকে একসময় শাসন করেছে আবার পক্ষান্তরে অনেক কিছু শিখিয়েছে। পৃথিবীর প্রায় শতকরা ২০ ভাগ মানুষ সমবায় ও সমবায়ী। বাংলাদেশে সমবায় একটা হলো সরকার দ্বারা পরিচালিত এবং আরেকটি ব্যক্তিগত মালিকানা দ্বারা পরিচালিত হয়। তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনায় উন্নত বাংলাদেশ ২০৪১ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযানে সমবায় দিবস এ সমস্ত কারণেই ৫২ তম জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ অংশ যুক্তি সংগত হয়েছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সিভিল সার্জন অফিসের ডাঃ মোঃ আমিনুল ইসলাম শাওন, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রহমান, সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু।
সমবায়ীদের থেকে বক্তব্য রাখেন, অপরাজিতা মহিলা সমবায় সমিতি লিঃ সভাপতি কল্যাণী রানী বিশ্বাস, সিরিজদিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ অশোক কুমার বিশ্বাস।
এছাড়াও ক্রেস্ট বিতরণ জেলা পর্যায়ে জাতীয় সমবায় পুরস্কার ২০২২ এর জন্য মনোনীত সমবায় সমিতি গুলো হলো- আলোর পথে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ সম্পাদক মোঃ সাইফুর রহমান বিপ্লব, সিরিজদিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ সভাপতি অশোক কুমার বিশ্বাস, অপরাজিতা মহিলা সমবায় সমিতি লিঃ সভাপতি কল্যানী রানী বিশ্বাস।
এছাড়াও প্রতি সদস্যকে ১ লাখ টাকার চেক ৯ জন সদস্যদের মাঝে গাভী ঋণের চেক বিতরণ ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
প্রিন্ট