ফরিদপুর পৌরসভা আয়োজিত পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুক্রবারের খেলায় জয়লাভ করেছে ২৫ নং ওয়ার্ড একাদশ।
এদিন প্লে অফ ম্যাচের প্রথম খেলায় তারা প্রতিপক্ষ ৫ নং ওয়ার্ড একাদশকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে।
সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রথমার্ধের খেলা ১-১ গোলে ড্র ছিল।
বিজয়ী দলের পক্ষে হাসিব তিনটি এবং সাঈদ একটি গোল করে। অন্যদিকে বিজিত দলের পক্ষে স্বপন একমাত্র গোলটি করে।
প্রতিযোগিতার হাসিবকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার ঘোষণা করা হয়।
গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করেন রেফারি আবুল কাশেম ভোলা সহকারি রেফারি, জহিরুল ইসলাম জিন্নাহ, মোহাম্মদ সাইম চতুর্থ রেফারী প্রণব মুখার্জি।
প্রিন্ট