কুষ্টিয়ার কুমারখালীতে খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারসহ বিভিন্ন অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করনে কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন- জেলা জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান।
জানা গেছে, বৈধ কাগজপত্র না থাকা, খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও নোংরা পরিবেশে অপরাধে উপজেলার চৌরঙ্গী বাজার এলাকার বিসমিল্লাহ বেকারিকে ১৫ হাজার টাকা এবং পান্টি আশা ওয়েল মিলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রিন্ট