টাংগাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়নে সবুজ সংঘের উদ্যোগে নুরজাহান স্মৃতি ফাইনাল ফুটবল খেলা আজ ২৭ আক্টোবর বিকাল ৩টায় মামুদনগর সবুজ সংঘ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় যে দুটি দল আংশগ্রহন করেন(খামার ধল্লা নবারুন সমিতি বনাম সমতা যুব সংঘ,কলিয়া বাজার)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির পরিচালক, ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশনেত্রী শেখ হাসিনা খেলাধুলাকে আরো গতিশীল করার লক্ষে কাজ করে যাচ্ছেন।আমরা দেশনেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় এনে বাংলাদেশের খেলা ধুলা কে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, খেলাধুলা মানুষের মনের দুশ্চিন্তা লাঘব করে, সহনশীলতা বাড়ায় এবং দৈহিক পরিশ্রমের ক্ষমতা বৃদ্ধি করে।মেদ চর্বি ইত্যাদি দূর করে সুন্দর ও সুঠাম শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন ক্রীড়া আর খেলাধুলা শরীরচর্চা ও আনন্দ লাভের সঙ্গে সম্পৃক্ত ক্রীড়াকলাপ।
মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জজ কামালের সভাপতিত্বে আনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,মোঃআসাদুজ্জামান কিসলু।
এ সময় প্রধান অতিথি সফর সঙ্গী হিসেবে ছিলেন, মোঃ আসাদুজ্জামান খান নাদিম (সাবেক এ জি এস ও জিএস,নাগরপুর সরকারী কলেজ ছাত্র লীগ), মোঃ খন্দকার মাহফুজুর রহমান সিয়াম( যুগ্ম আহ্বায়ক, নগরপুর সদর ছাত্রলীগ) মোঃমজনু মিয়া (সভাপতি, পাইশানা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ), মোঃ এস এম স্বজন মাহমুদ (সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা আওয়ামী নবীন লীগ), মোঃনাজমুল ইসলাম(সভাপতি, লালবাগ ২৩ ওয়ার্ড ছাত্রলীগ)
উক্ত খেলায় সমতা যুবী সংঘ, কলিয়া বাজার ০১ গোলে খামার ধল্লা নবারুণ সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। সব শেষে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট