ঢাকা , সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo e-Paper-17.03.2025 Logo সদরপুরে বালু তোলার দায়ে যুবকের কারাদন্ড Logo যশোরে দুস্থদের মাঝে সজাগের ঈদ উপহার বিতরণ Logo শেখ হাসিনা দেশের ১৮কোটি মানুষের সাথে বেইমানী করে পালিয়েছেঃ – অধ্যাপক শহীদুল ইসলাম Logo সালথার বাহিরদিয়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo গোপালগঞ্জে যৌতুক লোভী পরিবারের সদস্যদের অত্যাচারে ঘরছাড়া গৃহবধূ Logo ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo গোয়ালন্দে যৌনপল্লীর আলোচিত নারী নেত্রী ঝুমুর স্বামীসহ গ্রেফতার Logo প্রচারিত সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাহার করে ইউনিয়ন বিএনপি’র পুনরায় সংবাদ সম্মেলন Logo দুইটি বিদেশি পিস্তল, গুলিসহ আটক ২
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে স্বামী মো. সাগর মোল্লাকে (২২) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
আজ বুধবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আশোক কুমার দত্ত এ রায় দেন।রায়ের সময় সাগর কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
স্ত্রী শারমিন আক্তারকে (১৯) ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর মল্লিক পাড়া এলাকার বাসিন্দা মো. সালাম মল্লিকের মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সকলের ছোট।
মামলার এজাহার, আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার বাসিন্দা মো. সাগর মোল্লার সাথে শারমিনের বিয়ে হন। বিয়ের পর শারমিন বুঝতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এ নিয়ে সংসারিক গোলযোগের এক পর্যায়ে শারমিন বাবার বাড়িতে চলে আসেন এবং স্বামীকে এক পাক্ষিক তালাক দেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্বামী সাগর গত ২০২২ সালের ২৯ নভেম্বর একটি চাকু নিয়ে শারমিনের বাড়িতে গিয়ে শারমিনের বুকে ও পেটে এলোপাথারি ভাবে কোপ দিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় শারমিনকে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়।
এ ঘটনায় শারমিনের ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে সাগরকে একমাত্র আসামি করে হত্যা প্রচেষ্টার অভিযোগে ফরিদপুর কোতয়ালী থানায় ২০২২ সালের ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ২০ দিন পর ১৯ ডিসেম্বর মারা যান শারমিন। শারমিনের মৃত্যুর পর কোতয়ালী থানায় তার ভায়ের দায়ের করা ওই মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হয়।
গত ৩০ জুন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল সাগরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন। অভিযোগপত্র প্রদানের দুই মাস ২৫ দিনের মাথায় এ রায় প্রদান করেন আদালত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিপি নওয়াব আলী বলেন, এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ের ফলে সমাজে হত্যার প্রবণতা কমে আসবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

e-Paper-17.03.2025

error: Content is protected !!

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে স্বামী মো. সাগর মোল্লাকে (২২) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
আজ বুধবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আশোক কুমার দত্ত এ রায় দেন।রায়ের সময় সাগর কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
স্ত্রী শারমিন আক্তারকে (১৯) ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর মল্লিক পাড়া এলাকার বাসিন্দা মো. সালাম মল্লিকের মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সকলের ছোট।
মামলার এজাহার, আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার বাসিন্দা মো. সাগর মোল্লার সাথে শারমিনের বিয়ে হন। বিয়ের পর শারমিন বুঝতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এ নিয়ে সংসারিক গোলযোগের এক পর্যায়ে শারমিন বাবার বাড়িতে চলে আসেন এবং স্বামীকে এক পাক্ষিক তালাক দেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্বামী সাগর গত ২০২২ সালের ২৯ নভেম্বর একটি চাকু নিয়ে শারমিনের বাড়িতে গিয়ে শারমিনের বুকে ও পেটে এলোপাথারি ভাবে কোপ দিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় শারমিনকে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়।
এ ঘটনায় শারমিনের ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে সাগরকে একমাত্র আসামি করে হত্যা প্রচেষ্টার অভিযোগে ফরিদপুর কোতয়ালী থানায় ২০২২ সালের ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ২০ দিন পর ১৯ ডিসেম্বর মারা যান শারমিন। শারমিনের মৃত্যুর পর কোতয়ালী থানায় তার ভায়ের দায়ের করা ওই মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হয়।
গত ৩০ জুন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল সাগরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন। অভিযোগপত্র প্রদানের দুই মাস ২৫ দিনের মাথায় এ রায় প্রদান করেন আদালত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিপি নওয়াব আলী বলেন, এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ের ফলে সমাজে হত্যার প্রবণতা কমে আসবে।

প্রিন্ট