ফরিদপুরের আলফাডাঙ্গায় ফসলের মাঠে পড়েছিল রুহুল আমিন (৫৮) নামে এক কৃষকের মরদেহ।
খবর পেয়ে সোমবার (২৩ অক্টোবর) বিকালে আলফাডাঙ্গা পৌরসভার শ্রীরামপুর এলাকার একটি মাঠ থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রুহুল আমিন ওই গ্রামের মৃত নূর ইসলামের ছেলে বলে জানা যায়। সে দুই মেয়ে ও এক ছেলের জনক।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কৃষক রুহুল আমিন ধানক্ষেতে সার ও ঘাস মারার বিষ প্রয়োগ করতে শনিবার (২১ অক্টোবর) বিকালে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে স্থানীয়রা একটি ফসলের মাঠে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে সোমবার (২৩ অক্টোবর) বিকালে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, খবর পেয়ে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। আপাতত থানাতে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগের পেক্ষিতে এ ব্যাপারে পরবর্তী আইগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট