ফরিদপুরের বোয়ালমারীতে রেলে কাটা পড়ে ঝর্ণা বেগম নামের (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে। দুই ছেলে ও তিন মেয়ের জননী ঝর্না বেগম রূপাপাত ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ধলা মোল্যার স্ত্রী। সোমবার দুপুরে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় বাজার থেকে দুইশ’ গজ দূরে এ ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, সোমবার দুপুর দুইটার দিকে ঝর্ণা বেগম নামের ওই নারীকে উল্লেখিত স্থানের রেললাইন দিয়ে হেঁটে যেতে দেখেছেন স্থানীয়রা। এরপর ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী ট্রেন বেলা আড়াইটার দিকে ওই স্থান অতিক্রম করে। পরে স্থানীয়রা কাটাগড় বাজার থেকে দুইশ গজ দূরে ওই নারীর গলাকাটা লাশ দেখতে পান। লাশটির মাথা এবং গলার নিচ থেকে দেহ ট্রেনে কাটা পড়ে দুই ভাগে বিভক্ত ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালমারী রেলওয়ে স্টেশন বুকিং ইনচার্জ দেলোয়ার হোসেন সন্ধ্যা ছয়টার দিকে এই প্রতিনিধিকে বলেন, ওই নারী ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। রাজবাড়ী থেকে রেলওয়ে পুলিশ এসে পরবর্তী পদক্ষেপ নেবেন।
প্রিন্ট