ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালের বানা ইউনিয়নের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এস এম মিজানুর রহমান।
২০ অক্টোবর শুক্রবার বিকেলে বিদ্যাধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার মুরব্বী শাহাদাত হোসেন খোকন মিয়ার সভাপতিত্বে বিদ্যাধর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আইয়ুর হোসেন মিয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, শাহাজালাল মৎস্য এন্ড ডেইরি ফার্মের সত্ত্বাধিকারী ও লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তাজমিনউর রমহান তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মতিউর রহমান শিপলু, আলফাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম প্রমুখ।
গত ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছয়টি গ্রামে মাত্র ৩০ সেকেন্ডের ভয়াবাহ ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়। শত শত বসতঘর ভেঙে যায়, হাজার গাছ উপড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত অনেকেই খোলা আকাশের নিচে ও আশপাশে বাড়িতে স্থান নিয়েছে।
জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম মিজানুর রহমান বলেন, ৫ অক্টোবর আকস্মিক ঘুর্ণিঝড়ে উপজেলার সদর ও টগরবন্দ ইউনিয়নের ছয়-সাতটি গ্রামে ব্যপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সামান্ন নগদ অর্থ প্রদান করেছি। আশা করি তারা আবারও ঘুরে দাড়াবেন। নতুন করে ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখবেন। উপজেলার দুস্থ ও অসহায় লোজনের মাঝে আমার সহযোগীতা চলমান থাকবে। আমার জন্য সবাই দোয়া করবেন।
প্রিন্ট