ঝিনাইদহের কোটচাঁদপুরে কুষক বদর উদ্দিন (বুদো) হত্যার ৭ দিন পার হলেও গ্রেফতার হয়নি আসামীদের কেউ। এদিকে মামলা করায় বাদীর পক্ষের ভিটে মাটি উচ্ছেদ ও স্ব পরিবারে হত্যার হুমকী দিয়ে আসছে আসামী পক্ষের লোকজন
গেল ১৯ নভেম্বর ধান মাড়াইকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাথির আঘাতে মারা যায় বুদো (৬৩)।
এঘটনায় মৃতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় ২০.১১.২০ তারিখে ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মৃতের ছেলে আনারুল ইসলাম বলেন, মামলা করার পর থেকে আসামী পক্ষের স্বজনরা আমাদের ভিটে মাটি উচ্ছেদ ও মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এসময় তিনি পিতা হত্যার সঠিক বিচার দাবি করে বলেন, গেল ২৪ তারিখে কোটচাঁদপুর সার্কেলের পুলিশ সুপার মোহাইমুনুল ইসলাম বাড়িতে এসেছিলেন।
খোজ খবর ও আসামী গ্রেফতারের আশ্বাসও দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। মামলার তদন্তকারী কর্মকর্তা কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, আসামী এখনও কেউ ধরা পড়েনি।
প্রিন্ট