‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্যকে ধারণ করে যথাযোগ্য মর্যাদায় হাতিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে।
নবীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বণ্যার্ঢ র্যালী, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল (১৮ অক্টোবর) বুধবার সকালে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
- আরও পড়ুনঃ হাতিয়ায় শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত
নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন এর সভাপতিত্বে, উপস্থিত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষিকা বীনা রানী দাস, কুলছুমা বেগম, শিপ্রা রানী মজুমদার, তৃষ্ণা সরকার স্মৃতি ও শিক্ষার্থীরা।
প্রিন্ট