” অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই পতিপাদ্যকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে ।
শুক্রবার ( ১৩ অক্টোবর) সকাল সারে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন এতে আরো উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশন ইউনিট ম্যানাজার মোঃ আবুল বাসার, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুস সালাম তালুকদার, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ আবদুল্লাহ আল নাহিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ ।
- আরও পড়ুনঃ “বিশ্বশান্তি-মুসলিম জাহানের ঐকের ডাক”
এর আগে সোমবার ১২ অক্টোবর সকাল সারে ১০ টায় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়ার আয়োজন করা হয়েছিল।
প্রিন্ট