নরসিংদীর বেলাবো সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (নায়েব ) আবুল কালাম আজাদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হলে তাকে বদলির আদেশ দেওয়া হয়।
তার বদলির বিষয়টি নিশ্চিত করেন বেলাব উপজেলা অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান।
নায়েব আবুল কালাম আজাদ এর দুর্নীতি নিয়ে জাতীয় দৈনিক সময়ের প্রত্যাশা ও দৈনিক সকালের সময়, স্থানীয় গণমাধ্যম সাপ্তাহিক নরসিংদীর তথ্য ও নরসিংদীর সারা জাগানো অনলাইন নিউজ পোর্টাল দৈনিক গুপ্তচর এ প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তার বদলির বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।
অবশেষে গত সোমবার (৯ অক্টোবর) এক আদেশের মাধ্যমে তাকে বেলাব এর পার্শ্ববর্তী উপজেলা রায়পুরার রাধানগর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করে।
এদিকে ভূমি অফিসের দুর্নীতিবাজ এ কর্মকর্তার বদলির খবরে স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন বেলাব সদর ইউনিয়ন বাসী। এবং তার বদলির খবরে তাৎক্ষনিক ভুক্তভোগী অনেক সাধারণ গ্রাহক মিষ্টি বিতরণ করেছে বলেও শোনা গেছে।
সম্প্রতি এ ভূমি অফিসের নায়েব এর অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ভূমি অফিসসহ পুরো উপজেলায় তার বদলির দাবি ওঠে। তার বিরুদ্ধে ভুক্তভোগী সাধারণ গ্রাহক ঘুষ-বাণিজ্যের অভিযোগে জেলা প্রশাসক অফিসে লিখিত অভিযোগও করেন।
এ বিষয়ে বেলাব ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। ডিসি স্যার তদন্তে স্বাপেক্ষে তার পরবর্তী ব্যবস্থা নিবেন।
প্রিন্ট