দ্রুত প্রসার হচ্ছে মধুমতি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা পরিশোধ, ইউটিলিটি বিল কালেকশন, ঋণ বিতরণ ও আমানত সংগ্রহসহ বিভিন্ন সেবার মাধ্যমে সারাদেশে তা ছড়িয়ে পড়ছে। সারাদেশে সেবা প্রসারের লক্ষ্যে এখন এজেন্ট পয়েন্ট খোলার লক্ষ্যে ব্যাংকটি কাজ করছে।
বুধবার (১১-১০-২০২৩) বিকেল ৫টায় রাজশাহীর বাঘায় শেখ হায়াত আলী সুপার মার্কেটে মধুমতি ব্যাংক ডিজিটাল পয়েন্ট এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, বিশেষ অতিথি বাঘা পৌর মেয়র ও জেলা আ’লীগের সদস্য আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস, মধুমতি ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও মানব সম্পদ বিভাগের বিভাগীয় প্রধান সফিকুর রহমান, এজেন্ট ব্যাংক ডিভিশনের এফডিপি ও বিভাগীয় প্রাধান শাহাদত হোসেন মধুমতি ব্যাংক ডিজিটাল পয়েন্ট এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে মধুমতি ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখা ব্যবস্থাপক এনামুল হকের সভাপতিত্বে কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে ব্যাকিং কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ব্যাংকটির কর্মকর্তারা বলেন, মধুমতি ব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনার মূল ফোকাস ছিল ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য আধুনিক সেবার প্রসার। এ লক্ষ্যে ব্যাংকটি এমন এলাকায় শাখা খুলছে, যেখানে এখনও ব্যাংকিং সেবা পৌঁছায়নি।
২০১৬ সালে ‘ঘরের পাশে সারাদেশে’ শ্লোগানে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে মধুমতি ব্যাংক। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ছয় হাজারের উপরে ডিজিটাল সেন্টারে এজেন্ট পয়েন্ট খোলা হয়েছে।
আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে কম খরচে ব্যাংকিং সেবা দিতে মোবাইল ব্যাংকিংয়ের পর এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে বাংলাদেশ ব্যাংক। ২০১৩ সালের ডিসেম্বরে এজেন্ট ব্যাংকিং নীতিমালা জারির পরে এ সেবা চালু করে মধুমতি ব্যাংক ।
এর পর থেকে প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগসহ সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, ৯৯ টাকার প্যাকেজে ৩মাস ডিজিটাল স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, আকর্ষণীয় জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। ১০ টাকা ও ২০০ টাকা দিয়ে গ্রাহকরা একাউন্ট খুলতে পারবেন এবং গ্রাহকরা বিনা মুল্যে ব্যাংকটির এ্যাপস ব্যবহার করতে পারবেন। সেবার আওতায় বাৎসরিক কোন ফি নাই।
সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে কম খরচে ব্যাংকিং সেবা দিতে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করায় ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা চের্য়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন ও পৌর মেয়র আক্কাছ আলী।
বাঘা শাখা ব্যবস্থাপক আতিকুল হাসান (মান্না)’র সার্বিক তত্বাবধানে সুরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, মধুমতি ব্যাংক ও ডিজিটাল পয়েন্ট এজেন্ট ব্যাংকিং এর শাখা ব্যবস্থাপক আব্দুল মালেক,আশিতুর রহমান, শাহিন আলম,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা প্রমুখ।
পরে অতিথিরা ফিতা কেটে শুভকার্যক্রম ঘোষনা করেন। উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেনসহ ব্যবসায়ী,শিক্ষক,ও শুভাকাঙ্খীগন।
প্রিন্ট