ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শারদীয় দুর্গাপূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৭টি পূজা মন্ডপে প্রায় ২২০ জন আনসার সদস্য ও সদস্যা ডিউটি পালন করার কথা রয়েছে। সে উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানের প্রায় ২৫০ সদস্য ও সদস্যা উপস্থিত হয়েছেন।
বাছাই পর্বে আলফাডাঙ্গা জেলা কমান্ড্যান্টের প্রতিনিধি বোয়ারমারী উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব পিযুষ কুমার ঘোষ, আলফাডাঙ্গা উপজেলার আসনার ও ভিডিপি কর্মকর্তা মো. শামচুজ্জামান, আলফাডাঙ্গা উপজেলা প্রশিক্ষক মো.আমিরুল ইসলাম, জেলার মনিটরিং মো.মুরাদ হোসেন, ও বুড়াইচ ইউনিয়নের দলনেতা লাল মিয়াসহ সকল ইউনিয়নের দলনেতা ও দলনেত্রী উপস্থিত ছিলেন।
প্রিন্ট