নেদারল্যান্ড আওয়ামী লীগের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।রবিবার ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ খানের সঞ্চালনায় নেদারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে আমস্টারডামের একটি মিলনায়তনে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতার মহীয়ান জীবন ও তার অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে ১৫ অগস্ট, ৩রা নভেম্বর ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা, দোয়া পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র যুগ-সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শামীম হক।
প্রধান অতিথি শামীম হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
প্রধান বক্তা সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক প্রবাস কল্যান সম্পাদক, অনারারি কাউন্সিলর ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া দেশে এবং প্রবাসে বিএনপি জামাতের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেদারল্যান্ড আওয়ামী লীগের সম্মানিত সদস্য এমদাদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিস্টার গোলাম কিবরিয়া, নেদারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দীন মোল্লা, সহ-সভাপতি নাসিম খান অভি, সহ-সভাপতি বিডি নাসের, উপদেষ্টা কামরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল হক পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা খান, সাংগঠনিক সম্পাদক ফাহাদ হোসেন সৈকত, সাংগঠনিক সম্পাদক জসিম মৃধা, মহিলা সম্পাদিকা বিথী খান সহ আরও অনেকেই।
উপস্থিত ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, উৎপল হাসান, সহ-সভাপতি মাসুদূর রহমান, সহ-সভাপতি জসিম উদ্দীন মুন্সী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলিফ হোসেন, সহ-সভাপতি টুকু খান, সহ-সভাপতি চোধুরী জামাল আহমেদ, সহ-সভাপতি চোধুরী পাপ্পু, সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা, সহ-সভাপতি মাসুদ পাটোয়ারী, সহ-সভাপতি বাবুল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ এম এইচ ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক ছোট মাসুদ, সাংগঠনিক সম্পাদক কবির মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক অরুপ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক বোরহান মোল্লা, রাজশাহী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাকিল আহমেদ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসিয়ান মেনন, প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ সহ অনেকে।
নেদারল্যান্ড আওয়ামী লীগের পক্ষে বক্তারা বলেন, বিএনপি জামাতচক্র বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে অপচেষ্টা ও মিথ্যাচার চালাচ্ছে নেদারল্যান্ড আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি তা প্রতিহত করবে এবং প্রবাসে দলের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান।নেতৃবৃন্দ দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা সহ আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ উপজেলা, পৌরসভা ও স্থানীয় নির্বাচনগুলোতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রবাসী নেতাদের সম্পৃক্ত করার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে দাবি জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নেদারল্যান্ড আওয়ামী লীগের সম্মানিত সদস্য এমদাদ হোসেন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং তৃতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন উপল হাসান এবং সংগীত পরিবেশন করেন শমিষ্ঠা চক্রবর্তী স্বর্ণালী ও স্মার্ট বয় বাপ্পি সিদ্দিকী। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালোনা করেন সাংগঠনিক সম্পাদক বাপ্পি সিদ্দিকী।
- আরও পড়ুনঃ e-Paper-10.10.2023
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে, আপ্পায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয় এবং আগামী ৩রা নভেম্বর জেলহত্যা দিবস, ১০ ডিসেম্বর কার্যকরী কমিটির সভা ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান পালন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রিন্ট