গোমস্তাপুরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ, শিশু-কিশোর-কিশোরীদের জীবন মান উন্নয়ন ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনগনের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল সারে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশর সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
- আরও পড়ুনঃ ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলহাজ্ব হুমায়ুন রেজার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, আলী নগর ইউনিয়ন চেয়ারম্যান মাসুম, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসুল ইসলাম সোহেলসহ এ আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট