পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামে বৃহস্পতিবার( ১৫ এপ্রিল )সকালে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আতিকুল ইসলাম সজীব (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সজীব ওই গ্রামের মজিদ হোসেনর ছেলে ও কৈনুড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মাঠে ঘুড়ি ওড়াতে যায় আতিকুল। কিছুক্ষণ পর সুতা ছিড়ে পাশের গাছে পড়লে গাছ থেকে ঘুড়ি পারতে যায় সে।
গাছের পাশেই বিদ্যুতের লাইনের তার থাকায় গাছের ডাল টি তারের উপর গিয়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে এলাকাবাসী গিয়ে নিহত মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি সদস্য মাসুদ।
প্রিন্ট