বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যারা ভোট চোর তাদের রক্ষা নেই। ভোট চোরদের তালিকা প্রস্তুত করুন।
তিনি গত মঙ্গলবার রাজবাড়ী জেলা সদরের বসন্তপুরে বিএনপি আয়োজিত ফরিদপুর বিভাগীয় রোড মার্চ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এসব কথা বলেন। রোডমার্চ কর্মসূচি সভাপতিত্ব করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
কর্মসূচিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, শামা ওবায়েদ, আ: আওয়াল মিন্টু, নাসিরুল হক সাবু, লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, সহ বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট