সরকার পতনের এক দফা দাবী আদায়ের লক্ষ্য ফরিদপুর বিভাগীয় বিএনপির রোড মার্চ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১:৫৫ মিনিটে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকের সভাপতিত্বে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল ইসলাম শাহাজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মোঃ আবু জাফর, কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসমিন আরা হক, ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আবজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক এমটি আখতার টুটুল, যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মৃনাল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতানা সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিউল ইসলাম লিংকন, সহ সভাপতি মাহাবুবুল আলম ভূইয়া পিংকু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু, সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল প্রমূখ উপস্থিত ছিলেন।
পথ সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। তারা বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
বক্তারা খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকারের নিকট দাবি জানান। বক্তারা বলেন, চলমান আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। আমাদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোন সময় কাঙ্ক্ষিত ফলাফল আসবে।
এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি পূর্বের চেয়ে অনেক সুসংগঠিত ও শক্তিশালী। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশ গ্রহন করবে না । বক্তারা আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সবাইকে অংশগ্রহণের আহবান জানান।
প্রিন্ট