ওবায়দুল হক মানিকঃ
সংযুক্ত আরব আমিরাতের আজমানে গত শনিবার (১৫ মার্চ ‘২৫) লাদেশেশী মালিকানাধীন প্রতিষ্ঠান
আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো
এবারো সাত হাজার লোকের বিশাল আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করেন।
আয়োজক আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির বলেন, প্রতি বছরের মতো এবারও আমি এ ইফতার মাহফিলের আয়োজন করেছি। মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমার এ আয়োজন। একসঙ্গে অনেক মানুষকে ইফতার করাতে পারাটা যেমন আনন্দের, তেমনি অনেকের সঙ্গে ইফতার করাও অনেক বেশি সওয়াবের।
এছাড়া এক সাথে হাজার হাজার মানুষের মধ্যে ইফতার করতে পারার আনন্দ অন্যরকম। ইফতার মাহফিলে আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা স্বপরিবারে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশী প্রবাসী সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দেশের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
প্রিন্ট