কুষ্টিয়ার দৌলতপুরে ৪০ বোতল ফেনসিডিলসহ রজব আলী (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে র্যাব।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরসাদীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আসামি দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের মো. গোলাম নবীর ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি মো. উসমান গণি’র নেতৃত্বে র্যাবের অভিযানিক দল দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী রজব আলীকে আটক করা হয়।
উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করে মাদকসহ তাকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।
প্রিন্ট