বুধবার (২৭সেপ্টেম্বর) বিকেলে মডেল থানা প্রাঙ্গনে নরসিংদী সদর মডেল থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন। আসছে সামনে দুর্গাপূজা ও নির্বাচন এই দুর্গাপূজা ও নির্বাচনকে কেন্দ্র করে।
কোন গোষ্ঠী যেন আইনশৃঙ্খলার অবনতি না করতে পারে সেজন্য নরসিংদী জেলা পুলিশ ও মডেল থানা পুলিশ সর্বদা সজাগ ও সচেতন থাকবে। জনপ্রতিনিধি ও জনগণ সার্বিক সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করে। উক্ত মতবিনিময় সভায় নরসিংদী সদর থানার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও জনসাধারণগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে, নরসিংদী সদর মডেল থানা কর্তৃক পুলিশের সেবার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন এবং নরসিংদী পুলিশ সুপার ও সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নরসিংদী সদর মডেল থানার,অফিসার ইনচার্জ, আবুল কাশেম ভুইয়ার সভাপতিত্বে উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি, জি.এম তালেব হোসেন, নরসিংদী কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পীরজাদা কাজী মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কে.এম.শহিদুল ইসলাম সোহাগ, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক মশিউর রহমান মৃধা উপস্থিত ছিলেন।
এছাড়াও নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী জেলা আইনজীবি সমিতি, সভাপতি, এড. কাজী নাজমুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নরসিংদী জেলা সভাপতি অহি ভূষন চক্রবর্তী, টেক্সটাইল মালিক সমিতির সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোমিনুর রহমান, নরসিংদী পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি বাবু অনিল ঘোষ, নরসিংদী বাস মালিক সমিতির সভাপতি, এ.এইচ.এম জাহাঙ্গীর আলম, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি, আসাদুজ্জামান রিপন, নরসিংদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক, হুমায়ন কবির শাহ, নরসিংদী পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারন সম্পাদাক, সুব্রত দাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রিন্ট