ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে নগরকান্দা থানা নির্বাহী অফিসার মোঃ মইনুল হকের নেতৃত্বে আজ শনিবার সকাল আটটায় ফরিদপুরের নগরকান্দা পৌরসভার পেঁয়াজ বাজারে সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় কৃষকের কাছ থেকে পেঁয়াজের ক্রয় ভাউচার ও বিক্রয়মূল্য তালিকা হালনাগাদ না থাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই প্রতিষ্ঠানকে কর্তৃক হাজী ট্রেডার্স মালিক আলমগীকে ৫,০০০ টাকা, মাহবুব ট্রেডার্স মাহবুবকে ৫,০০০ টাকা সহ মোট ১০,০০০ টাকা জরিমানা করেন। এছাড়া জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ কর্তৃক রাজিব বানিজ্যলয় মালিক রাজিবকে ২০০০ টাকা জরিমানা করেন।
প্রিন্ট