কুষ্টিয়ার খোকসায় ৩ দিনব্যাপী স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা সমাপনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলার সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার-৪ খোকসা- কুমারখালী সংসদ সদস্য ব্যারিস্টার আলতাফ জজ।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ওসি তদন্ত গৌতম ঠাকুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল্ হক, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান সকিব খান টিপু, খোকসা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলাম তসর, বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জমির প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পুরস্কার বিতরণ করেন।
এ বছরে ইউনিয়ন পরিষদ সেরা স্টল এর পুরস্কার অর্জন করেন জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ । এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রিন্ট