কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত মোটর সাইকেলসহ ৩ জন কে আজ বুধবার বিকেলে গ্রেফতার করেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির জানান, ধরমপুর ইউনিয়নের সাতবাড়ি উত্তর ভবানিপুর বিয়ে বাড়ীর সামনে থেকে কালো কালারের ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
এস আই মিন্টু আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ২জন চোরসহ মোটরসাইকেল টি উদ্ধার করে।
এস আই মিন্টু আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ২জন চোরসহ মোটরসাইকেল টি উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন সুমন আলী (৩৫) পিতা আলাল সরদার সাং, সাদীপুর উপজেলা লালপুর, জেলা নাটোর, আসামি মোহাম্মদ আজিজুল শেখ (২৬) পিতা মোঃ হাফিজ শেখ সাং ফতে মোহাম্মদপুর, গোরস্থান পাড়া মুলাডুলি উপজেলা ঈশ্বরদী,জেলা,পাবনা ও আহসান হাবিব ইমন (২০) পিতা ইয়ামিন সাং ফতে মোহাম্মদপুর উপজেলা ইশ্বরদী জেলা পাবনা।