ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা বাজার হতে নামা কাতলাসেন সড়কের রাস্তায় দীর্ঘদিন ধরে জমে থাকা পানি অবশেষে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।
গতকাল (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম ও স্থানীয় চেয়ারম্যান মোছাঃফরিদা ইয়াসমিন নীশি ঘটনাস্থলে সরেজমিন উপস্থিত হয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ সেখানে রাস্তার প্বার্শ্বে স্থায়ী ড্রেন নির্মাণের আশ্বাস প্রদান করেন।
জানাযায়, দেওখোলা ইউনিয়নের অন্যতম একটি ব্যস্তময় সড়ক দেওখোলা টু নামা কাতলাসেন সড়ক। প্রতিদিন এ রাস্তায় হাজার হাজার লোকের যাতায়াত ঘটে। কতিপয় লোক এ রাস্তায় পানি আটকিয়ে দিয়ে জলাবদ্ধতা তৈরী করেন । রাস্তাটিতে জমে থাকা পানির ফলে যাতায়াতকারীদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
- আরও পড়ুনঃ নলছিটিতে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক
জন দুর্ভোগের এ ঘটনা উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেন। ইউএনও এবং চেয়ারম্যানের হস্তক্ষেপে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হওয়ায় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যনকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রিন্ট