কুষ্টিয়ার খোকসায় ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। রবিবার বিকেলে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির কর্তৃক আয়োজিত উদ্বোধনী ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, ওসি তদন্ত গৌতম ঠাকুর, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইভিন আরা বেগম, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জমির, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
খেলাটির ধারাভাষ্য প্রচার করেন, শোমসপুর মাধ্যমিক বিদ্যালয় সরকারি শিক্ষক আবুল বাশার। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলর বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। আগামী ১২ই সেপ্টেম্বর ফাইনাল খেলা এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় রামনাথপুর স্কুল এন্ড কলেজ ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে।
প্রিন্ট