বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হওয়া নতুন ইঞ্জিন(৬৫৪৪) ট্রায়াল চলছে পদ্মা সেতুর রেলপথে। রবিবার নতুন এই ইঞ্জিনটি রাজবাড়ী কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজের ট্রায়াল সম্পন্ন করে। ব্রিটিশ আমলে তৈরি ৫৬ আর নামক ব্রীজটির উপরের ছাদ অন্যসব রেলওয়ে ব্রিজ থেকে নিচু। পক্ষান্তরে রেল বহরে যুক্ত ৬৫৪৪ নং নতুন ইঞ্জিন পুরনো আমলের ইঞ্জিনের চেয়ে উচু। এজন্য নতুন ইঞ্জিন ব্রিজটির জন্য ঝুকিপূর্ণ কি-না তা দেখতে ট্রায়াল করা হয়।
ট্রায়াল চলাকালে বাংলাদেশ রেলওয়ের (পাকশী) সহকারী পরিবহন কর্মকর্তা হারুনর রশীদ, সহকারী যান্ত্রিক প্রকৌশলী (পাকশী) মো: গোলাম মোস্তফা, ইঞ্জিন অপারেটর রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্রায়াল চলাকালে কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে কথা হয় বাংলাদেশ রেলওয়ের (পাকশী) সহকারি পরিবহন কর্মকর্তা হারুনর রশীদের সাথে।
তিনি জানান, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রুটের ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এজন্য ট্রায়াল ট্রেন চালুর মধ্য দিয়ে রাস্তা ত্রুটি দেখা হচ্ছে। তিনি জানান, ৫৬ আর ব্রিজ ৬৫৪৪ নম্বর ইঞ্জিন চলাচলের উপযোগী।
প্রিন্ট