জনসাধারণের প্রানিজ পুষ্টি নিশ্চিত করতে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের অধীনে দেশব্যাপী করোনা কোভিড-১৯ পরিস্থিতিতে চাটমোহর উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের আয়োজনে ভ্রাম্যমান দুধ ডিম ও মাংস বিক্রি কার্যক্রম সোমবার (১২ এপ্রিল) উদ্বোধন করা হয়েছে।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজ পারভীন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রোকনুজ্জামান, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা ইকরামুল কবির তপনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
পরে পৌরসদরের বিভিন্ন স্থানে দুধ ৪৫ টাকা লিটার, ২৭ টাকা হালি দরে ডিম ও ২৩০ টাকা কেজি সোনালী মুরগির মাংস বিক্রি করা শুরু হয়েছে। ৫ দিন এ কার্যক্রম চলবে বলে জানা গেছে ।
প্রিন্ট