কুষ্টিয়ার খোকসায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নানান রঙের খেলার মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা গুলোকে ধরে রাখতে কাদিরপুর যুব সংঘ রাতের বেলায় লাইট জ্বালিয়ে লাঠি হাডুডু কাবাডি, কলাগাছে ওঠা, ফুটবলসহ নানা রকমের খেলার আয়োজন করেন।
গতকাল রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত গৌতম ঠাকুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন খান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান, বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব সাহেব আলী।
এছাড়াও নানান রকমের খেলার মেলা দেখতে দূর দূরান্ত থেকে শত শত লোক এসে ভিড় জমায় কাদিরপুর স্কুল মাঠে। দূর দুরান্ত থেকে আসা লোকজন অনেক রাত পর্যন্ত জেগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা গুলো দেখেন এবং আনন্দ উল্লাস প্রকাশ করেন।
প্রিন্ট