চট্টগ্রাম নগরীর চান্দগাও পশ্চিম মোহরা নাজির আলী বাড়ি থেকে অপহরণের শিশু আবদুল্লাহ উদ্ধার।
চট্টগ্রামে অপহরণের ৩ দিনেই উদ্ধার করা হয়েছে তিন বছরের শিশু আব্দুল্লাহকে। অপহরণকাণ্ড ঘটানো সেই নারীকে গ্রেপ্তার করতে চলছে পুলিশের অভিযান।বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, গত ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে চান্দগাঁওয়ের পশ্চিম মোহরা হাজী নাজির লেইনের রুহুল আমিনের বাড়ি থেকে অজ্ঞাত এক নারী কৌশলে শিশু আব্দুল্লাহকে অপহরণ করে নিয়ে যায়। ওইদিনই শিশুর পরিবার থানায় অপহরণ মামলা করে।
আজ সকালে পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকা থেকে আমাদের চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী সে নারীকে ধরতে পুলিশের অভিযান চলছে।
এ তথ্য নিশ্চিত করে স্থানিয় মোহরা ৫ নং ওয়ার্ড কমিশনার কাজি নুরুল আমিন মামুন। কাজি নুরুল আমিন মামুন পুলিশের এই অভাবনীয় সাফল্যের জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম পুলিশ কমিশনার, ডিসি, এডিসি, ওসি চান্দগাও থানা, পুলিশ অফিসার মো লিটন, মো সোহেল ও আজিজুর রহমান সহ সম্পূর্ন টিমকে।
প্রিন্ট