পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে গনধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরদিন রবিবার চাটমোহর থানায় একটি গনধর্ষণ মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ফকিরপাড়া গ্রামের আসলাম আলীর স্ত্রী (২৬) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে একই ইউনিয়নের দোলং গ্রামের আব্দুল মজিদের আতিকুর রহমান (২৬) ও ফজর আলীর ছেলে আব্দুল হালিম (৩০) তাকে জোড় পূর্বক ধর্ষণ করে। এসময় চিৎকারে তার স্বামী আসলাম এগিয়ে আসলে আতিকুর ও হালিম পালিয়ে যায়। রবিবার ওই গৃহবধুর স্বামী আসলাম বাদি হয়ে চাটমোহর থানায় একটি ধর্ষণ মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) হাসান বাসির জানান, মামলার আসামী আতিকুর রহমান ও আব্দুল হালিম কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রিন্ট