আজকের তারিখ : ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৩৩ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১১, ২০২১, ৮:১৮ পি.এম
চাটমোহরে গৃহবধূকে গনধর্ষণ মামলায় গ্রেফতার-২
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে গনধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরদিন রবিবার চাটমোহর থানায় একটি গনধর্ষণ মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ফকিরপাড়া গ্রামের আসলাম আলীর স্ত্রী (২৬) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে একই ইউনিয়নের দোলং গ্রামের আব্দুল মজিদের আতিকুর রহমান (২৬) ও ফজর আলীর ছেলে আব্দুল হালিম (৩০) তাকে জোড় পূর্বক ধর্ষণ করে। এসময় চিৎকারে তার স্বামী আসলাম এগিয়ে আসলে আতিকুর ও হালিম পালিয়ে যায়। রবিবার ওই গৃহবধুর স্বামী আসলাম বাদি হয়ে চাটমোহর থানায় একটি ধর্ষণ মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) হাসান বাসির জানান, মামলার আসামী আতিকুর রহমান ও আব্দুল হালিম কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha