ফরিদপুরে হঠাৎ করে আলুর দাম বেড়ে যাওয়ায় আড়তগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার ফরিদপুর হাজী শরীয়াতুল্লাহ বাজারে বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, আলুর বাজারে দামের অস্থিরতার কারণে দাম বেড়ে যাওয়ায় আড়তগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে আলুর দামে কারসাজি করা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকার চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে দুটো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এসময় জেলা পুলিশের ১টি টিম, সিনিয়র বিপণন কর্মকর্তা কৃষি বিপণন অধিদপ্তরের জনাব মোঃ শাহাদাত হোসেন এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
প্রিন্ট