বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদপুর শহর শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার বিকাল চারটায় শহরের ঝিলটুলিতে সংগঠনের আহ্বায়ক ভবতোষ চন্দ্র বসুরায় এর বাসভবনের পঞ্চম তলায় উক্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য সচিব অলোক সেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর কমিটির সিনিয়র সহ সভাপতি পার্থপ্রতিম ভদ্র, জেলা কমিটির সদস্য বাবু অরুন মন্ডল ও সত্যজিৎ মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখিত কমিটি আগামী দিনে সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রিন্ট