পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে আলো রানী হালদার (৪৮) নামে এক গৃহবধু শনিবার(১০)এপ্রিল সকালে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের বিষ্ণুপদ হালদারের স্ত্রী।
জানা গেছে,দীর্ঘদিন ধরে আলো রানী হলদার বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এরই ধারাবাহিকতায় শনিবার সকালে সবার অগোচরে নিজ ঘরের ডাবের সাথে নিজের শাড়ির আচল পেচিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান,পুলিশ লাশ উদ্ধার করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রিন্ট