গোপালগঞ্জের মুকসুদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রেজাউল (২৮) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
গ্রেফতারকৃত আসামী রেজাউল উপজেলার খান্দারপাড় গ্রামের মৃত জলিল শেখের পুত্র।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এই তথ্য নিশ্চিত করে বলেন, ২৮ আগষ্ট সোমবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় থেকে আসামি মোঃ রেজাউলকে গ্রেফতার করা হয়। ২০২০ সালে গোপালগঞ্জ কোর্টে রেজাউলের নামে নারী ও শিশু নির্যাতন মামলা হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
রায়ের পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করছিল।
মুকসুদপুর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত সাজাপ্রাপ্ত আসামি রেজাউল পলাতক ছিলেন। সোমবার রাতে র্যাব-৩ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে দিয়ে যান। আজ সকালে আসামি রেজাউলকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রিন্ট