কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার। আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ বিল্লাল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাহিদা আক্তার।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, উপজেলা মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক আবু হানিফ, দুধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি অধ্যাপক আবুল কালাম চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি শেখ সাইদুল ইসলাম প্রবীন, শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক তুরান আলী মোল্লা, জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি আব্দুল মতিন প্রমুখ।
প্রাথমিক পর্যায়ে দুটি ক্লাস্টার এরিয়া নিয়ে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকগণ উপস্থিত থেকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট