ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সালথায় স্কুলের টিউবওয়েলের পানি খেয়েই ১৩ শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ Logo গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত Logo কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ Logo ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo ভেড়ামারা সাংবাদিকের কন্যা আসমাউল জান্নাত চিত্রাংকন প্রতিযোগিতায় বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন Logo লন্ডন মেয়র সাদিক খানের নতুন সহায়তার প্যাকেজ পরিকল্পনা ঘোষণা Logo রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় Logo হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন Logo তীব্র তাপদাহে মধুখালীতে ৭ শতাধিক মানুষকে ঠান্ডা শরবত পান করালো “স্বপ্নের শহর মধুখালী” Logo শ্বাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আত্রাইয়ে পাটের দাম ও ফলনে কৃষক খুশি

নওগাঁর আত্রাইয়ে এবার পাটের ভালো ফলন হয়েছে। পাট চাষে খরচ কম ও দাম বেশি হওয়ায় কষক খুশি। সরেজমিনে জানা গেছে উপজেলার মাঠগুলোতে এবার পাট কাটার ধুম পরেছে। এছাড়া পাট জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, আঁশ রোদে শুকানো এবং বিক্রি করা নিয়ে ব্যাস্হ সময় পার করছে কৃষকরা। হাট বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে বাজারে পাটের মান ভেদে প্রতি মন পাট বিক্রি হচ্ছে ২২০০-২৫০০ টাকা পর্যন্ত।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলায় ২৫৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকুল থাকায় পাটের ফলন ভালো হয়েছে। কিন্তু অনাবৃষ্টির কারণে পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে চাষিরা বিপাকে পড়েন। উপজেলার মির্জাপুর গ্রামের আদ্বুল মান্নান বলেন দুই বিঘা জমিতে পাট চাষ করতে হাল,বীজ, সার,সেচও পাট পরিস্কার করা সহ যাবতীয় খরচ হয় বিঘা প্রতি ৬০০০-৭০০০ টাকা এবং পাট উৎপাদন হয় প্রতি বিঘা ৮- ৯ মন।

হাতিয়াপারা গ্রামের পাট চাষি আবেদালি বলেন গত বৃহস্পতিবার আহসান গঞ্জ হাটে আমি ৪ মন পাট বিক্রি করেছি ৮৯০০ টাকায়। হাটে পাটের প্রচুর চাহিদা রয়েছে।মির্জাপুর গ্রামের পাট চাষি আবু বলেন প্রতি আটি পাট পরিষ্কার করতে ২০ টাকা পাওয়া যায়। দিনে ২৫-৩০ আটি পাট পরিষ্কার করা যায়। এতে একজন শ্রমিক ৫০০/৫৫০ টাকা উপার্জন করতে পারে। একই গ্রামের পাট ব্যবসাহি আদ্বুল রশিদ বলেন নতুন পাট কিনতে শুরু করেছি। বাজারে পাটের ভালো চাহিদা রয়েছে। কারণ দেশের বাহিরে পাট রপ্তানির পাশাপাশি দেশে বেড়েছে পাট কল সংখ্যা।

এছাড়া পাটের তৈরি বিভিন্ন প্রকার সামগ্রী বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। অল্প দিনের মধ্যে হাটে পাট কেনা বেচা পুরো দমে শুরু হবে। তারাটিয়া মাষ্টার মাইন্ড বি,এম কলেজের অধ্যক্ষ ডি,এস জাহিদ বলেন সরকারি ভাবে খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ বিভাগের মতো সার কারখানা এবং চিনি কারখানায় পাট জাত পণ্য সরবারাহ করা হলে পাটের দাম আরও বৃদ্ধি পেত। আত্রাই উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাপস কুমার বলেন উপজেলায় এবার আবহাওয়া অনুকুলে থাকায় পাটের ভালো ফলন হয়েছে। চাষিরা পাট বিক্রি করে বেশি দাম পাচ্ছেন এতে পাট চাষিরা লাভবান ও হচ্ছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় স্কুলের টিউবওয়েলের পানি খেয়েই ১৩ শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ

error: Content is protected !!

আত্রাইয়ে পাটের দাম ও ফলনে কৃষক খুশি

আপডেট টাইম : ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

নওগাঁর আত্রাইয়ে এবার পাটের ভালো ফলন হয়েছে। পাট চাষে খরচ কম ও দাম বেশি হওয়ায় কষক খুশি। সরেজমিনে জানা গেছে উপজেলার মাঠগুলোতে এবার পাট কাটার ধুম পরেছে। এছাড়া পাট জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, আঁশ রোদে শুকানো এবং বিক্রি করা নিয়ে ব্যাস্হ সময় পার করছে কৃষকরা। হাট বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে বাজারে পাটের মান ভেদে প্রতি মন পাট বিক্রি হচ্ছে ২২০০-২৫০০ টাকা পর্যন্ত।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলায় ২৫৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকুল থাকায় পাটের ফলন ভালো হয়েছে। কিন্তু অনাবৃষ্টির কারণে পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে চাষিরা বিপাকে পড়েন। উপজেলার মির্জাপুর গ্রামের আদ্বুল মান্নান বলেন দুই বিঘা জমিতে পাট চাষ করতে হাল,বীজ, সার,সেচও পাট পরিস্কার করা সহ যাবতীয় খরচ হয় বিঘা প্রতি ৬০০০-৭০০০ টাকা এবং পাট উৎপাদন হয় প্রতি বিঘা ৮- ৯ মন।

হাতিয়াপারা গ্রামের পাট চাষি আবেদালি বলেন গত বৃহস্পতিবার আহসান গঞ্জ হাটে আমি ৪ মন পাট বিক্রি করেছি ৮৯০০ টাকায়। হাটে পাটের প্রচুর চাহিদা রয়েছে।মির্জাপুর গ্রামের পাট চাষি আবু বলেন প্রতি আটি পাট পরিষ্কার করতে ২০ টাকা পাওয়া যায়। দিনে ২৫-৩০ আটি পাট পরিষ্কার করা যায়। এতে একজন শ্রমিক ৫০০/৫৫০ টাকা উপার্জন করতে পারে। একই গ্রামের পাট ব্যবসাহি আদ্বুল রশিদ বলেন নতুন পাট কিনতে শুরু করেছি। বাজারে পাটের ভালো চাহিদা রয়েছে। কারণ দেশের বাহিরে পাট রপ্তানির পাশাপাশি দেশে বেড়েছে পাট কল সংখ্যা।

এছাড়া পাটের তৈরি বিভিন্ন প্রকার সামগ্রী বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। অল্প দিনের মধ্যে হাটে পাট কেনা বেচা পুরো দমে শুরু হবে। তারাটিয়া মাষ্টার মাইন্ড বি,এম কলেজের অধ্যক্ষ ডি,এস জাহিদ বলেন সরকারি ভাবে খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ বিভাগের মতো সার কারখানা এবং চিনি কারখানায় পাট জাত পণ্য সরবারাহ করা হলে পাটের দাম আরও বৃদ্ধি পেত। আত্রাই উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাপস কুমার বলেন উপজেলায় এবার আবহাওয়া অনুকুলে থাকায় পাটের ভালো ফলন হয়েছে। চাষিরা পাট বিক্রি করে বেশি দাম পাচ্ছেন এতে পাট চাষিরা লাভবান ও হচ্ছেন।